বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

‘নিশিপুত্র’ আজ

শোবিজ প্রতিবেদক

ফরিদ উদ্দিন মোহাম্মদের টেলিছবি ‘নিশিপুত্র’ প্রচার হবে" আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে। আজাদ আবুল কালাম ৬টি চরিত্রে অভিনয় করেছেন টেলিছবিটিতে। কখনো তিনি গ্রামের আড়তদার, কখনো চেয়ারম্যান, মাতব্বর, নেতা, আবার কখনো নারী পাচারকারী। প্রতিটি চরিত্রেই নিজেকে তুলে ধরেছেন আলাদা বৈশিষ্ট্যে। গল্পের আরেক মূল চরিত্রে চোরের ভূমিকায় অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। মূলত গ্রামের নিম্ন শ্রেণির একজন অসহায় মানুষ ষড়যন্ত্রের শিকার হয়ে চোরের অপবাদ নিয়ে চলতে চলতে একপর্যায়ে কী করে নিজেই চোর হয়ে ওঠেন সেই গল্পই বলা হয়েছে নিশিপুত্র নাটকে। গল্পের বাঁকে বাঁকে দেখানো হয়েছে মানবিক বিপর্যয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর