Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৬ অক্টোবর, ২০১৬ ২৩:২১
পূজার গানের মডেল পিয়া
শোবিজ প্রতিবেদক
পূজার গানের মডেল পিয়া

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘পূজা এলো’ শিরোনামের একটি মিউজিক ভিডিওর মডেল হলেন মডেল-অভিনেত্রী জান্নাতুল পিয়া। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী ন্যানসি। তার সঙ্গে কোরাসে কণ্ঠ দিয়েছেন মিলন ও সাফায়েত। ‘পূজো এলো’ শিরোনামের গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর করেছেন মিলন, সংগীত পরিচালনায় রেজওয়ান শেখ ও এমএমপি রনি। মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন সৈকত রেজা। এই প্রসঙ্গে পিয়া বলেন ‘নিজেকে একটু ভিন্নভাবে দর্শকদের সামনে উপস্থাপনের লক্ষ্যে এই মিউজিক ভিডিওর মডেল হলাম। আর আমার মধ্যে ধর্ম নিয়ে কোনো গোঁড়ামি নেই। আমার মতে -ধর্ম যার যার উৎসব সবার।’

তিনি আরও বলেন, ‘ছোটবেলায় বন্ধুদের সঙ্গে মণ্ডপে ঘুরতে যেতাম। খুলনায় আমার বাড়ির পাশে বড় মন্দির রয়েছে। ওখানকার মণ্ডপেই মজা করতাম। কিন্তু এখন সময় স্বল্পতার কারণে আর মন্দির কিংবা মণ্ডপে যাওয়া হয় না। এতদিন পর আবার সেই অভিজ্ঞতা হলো এই মিউজিক ভিডিওর কাজ করতে গিয়ে।’

এই পাতার আরো খবর
up-arrow