Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৭ অক্টোবর, ২০১৬ ০১:২৭
‘বেফিকরে’র ট্রেলার আইফেল টাওয়ারের মাথায়
শোবিজ ডেস্ক

১০ অক্টোবর প্যারিসের আইফেল টাওয়ারে‘বেফিকরে’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠিত হবে। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রণবীর সিংহ-বাণী কপূর। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করেছে ‘যশ রাজ ফিল্মস’।

টুইটারে ছবির অফিশিয়াল হ্যান্ডল থেকে পোস্ট করে খবরটা ঘোষণা করা হয়েছে। আট বছর পর পরিচালনার কাজে ফিরেছেন আদিত্য চোপড়া ।

‘বেফিকরে’র পরপর ছ’টা পোস্টার, যার প্রত্যেকটায় রণবীর-বাণীকে চুমু খেতে দেখা গিয়েছে, ইতিমধ্যেই সাড়া ফলে দিয়েছে দর্শকের মধ্যে। ছবির প্রথম গান ‘লবোঁ কা কারোবার’ও বেশ হিট! ছবির শুটিংয়ের বেশিরভাগটাই হয়েছে প্যারিসে। আগামী ডিসেম্বরে ছবি মুক্তি পাওয়ার কথা।

এই পাতার আরো খবর
up-arrow