Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৮ অক্টোবর, ২০১৬ ২১:৫৪
‘মহাপূজা’য় জয়া
শোবিজ ডেস্ক
‘মহাপূজা’য় জয়া

দুর্গা পূজা উপলক্ষে কলকাতার বিভিন্ন টেলিভিশন চ্যানেলের পূজার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে। কলকাতার সংবাদভিত্তিক চ্যানেল নিউজ ২৪-এ পূজাবিষয়ক একটি অনুষ্ঠানের বিচারক হয়েছেন তিনি। কলকাতার পূজামণ্ডপে জয়া আহসান ‘২৪ ঘণ্টা মহাপূজা’ নামের প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানে অংশগ্রহণের অভিজ্ঞতা বেশ দারুণ বলে উল্লেখ করেন জয়া। তিনি জানান, এই অনুষ্ঠানের জন্য এক দিনে ১০টি পূজামণ্ডপ ও ১০টি পরিবারের সঙ্গে কথা বলেছেন তিনি। এসব মণ্ডপে ঘোরার সময় তার সঙ্গে ছিলেন নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেত্রী পাওলি দাম। শুক্রবার কলকাতায় একসঙ্গে পূজা উদযাপন করতে দেখা গেল জয়া ও সৃজিতকে। পূজা উপলক্ষে তারা সেলফিও তুলেছেন।  সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনী’ ছবিতে অভিনয় করেছিলেন জয়া।

বর্তমানে জয়া আহসানের হাতে দুই বাংলার কয়েকটি ছবি রয়েছে। বাংলাদেশের ছবির মধ্যে রয়েছে নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, আকরাম খানের ‘খাঁচা’ ও সাইফুল ইসলাম মান্নুর ‘পুত্র’।

এই পাতার আরো খবর
up-arrow