রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশ মিডিয়া ফোরাম

বাংলাদেশ মিডিয়া ফোরাম

বৃহস্পতিবার বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে সম্প্রতি ঢাকার একটি হোটেলে বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রি নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এ উদ্যোগের মূল উদ্দেশ্য সব মিডিয়া ইন্ডাস্ট্রির উন্নয়নে কাজ করা। এই অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়া চ্যানেল, মিডিয়া এজেন্সি এবং মিডিয়া পৃষ্ঠপোষকরা অংশগ্রহণ করেন। এই ইন্ডাস্ট্রির এখন কী কী চাহিদা আছে এবং সেই চাহিদা পূরণ করে কীভাবে এগিয়ে যাওয়া যায় তার ওপর নানা বিষয় উপস্থাপন করা হয়। এ সভায় ‘বাংলাদেশ মিডিয়া ফোরাম’ তৈরির উদ্যোগ নেওয়া হয়। এ ফোরামের ওয়ার্কিং কমিটির সদস্যরা হলেন— অজয় কুমার, আমান আশরাফ ফায়েজ, ইবনে হাসান খান, মাজহারুল হক চৌধুরী, মোহাম্মদ কামরুল হাসান, মোহাম্মদ আকতার হোসেন, মোরশেদ আলম, শরিফুল ইসলাম, শিকদার আকতার-উয-জামান, সুজন মাহমুদ, সৈয়দ তানজিম রেজওয়ান, তানভির ফারুক এবং জিয়াউদ্দিন আদিল।

এ ছাড়াও ‘বাংলাদেশ মিডিয়া ফোরাম’-এর প্লাটফর্মকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করার জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন— অঞ্জন চৌধুরী, মোজাম্মেল হক বাবু, শাইখ সিরাজ এবং ফরিদুর রেজা সাগর, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো); নঈম নিজাম, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (নোয়াব); রফিকুল হক, প্রাইভেট রেডিও ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (প্রয়াব);  গীতিআরা সাফিয়া চৌধুরী এবং রামেন্দু মজুমদার, এডভারটাইজিং এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং সানাউল আরিফিন, অ্যাড ক্লাব। বিজ্ঞপ্তি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর