সোমবার, ১০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বিলুপ্তির পথে ব্রাহ্মণবাড়িয়ার সিনেমা হল

মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া

বিলুপ্তির পথে ব্রাহ্মণবাড়িয়ার সিনেমা হল

জীর্ণদশায় ব্রাহ্মণবাড়িয়ার মেঘনা সিনেমা হল

বর্তমান সময়ে বাংলা চলচ্চিত্র মানসম্পন্ন না হওয়া আর হলের ভিতরে চরম অব্যবস্থাপনার কারণে দেশের অধিকাংশ সিনেমা হলই বন্ধ হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার চিত্রও এর ব্যতিক্রম নয়। বর্তমানে এ জেলায় মাত্র পাঁচটি সিনেমা হল চালু রয়েছে। তবে চালুকৃত এসব সিনেমা হল কোনোভাবেই দর্শকদের হলমুখী করতে পারছে না। ফলে এগুলোও এখন বিলুপ্তির পথে। ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলায় ২০টি সিনেমা হল ছিল। নানা সমস্যায় জর্জরিত হয়ে অর্ধেকেরও বেশি সিনেমা হলই এখন বন্ধ হয়ে গেছে। বর্তমানে জেলার আশুগঞ্জে ‘মেঘনা’, সরাইলে ‘বিনোদন’, আখাউড়ায় ‘মায়াবী’, নবীনগরে ‘নূপুর’, বাঞ্ছারামপুরে ‘শিল্পী মিলন’ এবং কসবায় ‘বসুন্ধরা’ সিনেমা হল চালু রয়েছে। কিন্তু এসব সিনেমা হলে দর্শকদের বসার আসনগুলো ভাঙা, নেই পর্যাপ্ত পাখা কিংবা আলোকসজ্জার ব্যবস্থা। বর্তমানে দেশে ডিজিটাল ফর্মেটের ছবি তৈরি হলেও ব্রাহ্মণবাড়িয়ার সিনেমা হলগুলোতে সেই মান্ধাতা আমলের পর্দায়ই দেখানো হয় সিনেমা।

সর্বশেষ খবর