মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

৫ বছর পর ব্ল্যাক

শোবিজ প্রতিবেদক

৫ বছর পর ব্ল্যাক

ব্ল্যাক ব্যান্ডের সদস্যরা

২২ অক্টোবর বিকালে রাশিয়ান কালচারাল সেন্টারে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাচ্ছে অল্টারনেটিভ রক ব্যান্ড ব্ল্যাক-এর পঞ্চম একক। নাম যার ‘ঊনমানুষ’। ব্যান্ডের অন্যতম সদস্য জাহান বলেন, ‘এবার সবকিছু চূড়ান্ত। নতুন গানগুলো শ্রোতাদের কাছে পৌঁছানোর জন্য আমরা উদগ্রীব হয়ে আছি। আশা করছি শ্রোতারা পছন্দ করবেন।’ জাহান আরও জানান, অ্যালবামে গান থাকছে ৮টি। আর তৈরি হয়েছে একটি গানের ভিডিও।

টানা পাঁচ বছর পর ব্ল্যাক ভক্তরা পাচ্ছেন নতুন অ্যালবাম। এবার গানের ধরনে খানিক পরিবর্তন এসেছে। আগে যেমন নিচু স্বরের গান বেশি করেছি এখন উঁচু স্বরের কাজ একটু বেশি। তবে মিউজিক্যালি ব্ল্যাকের অরিজিন বিষয়টা তো থাকছেই। এবারের উল্লেখযোগ্য বিষয় হলো- গানগুলো শুনলে লাইভ রেকর্ডিংয়ের আবহ খুঁজে পাবেন শ্রোতারা। আমরা গানগুলো নিয়ে বেশ আশাবাদী।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর