শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

অসম প্রেমের গল্প ‘ক্রাশ’

শোবিজ প্রতিবেদক

অসম প্রেমের গল্প ‘ক্রাশ’

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসভিত্তিক অসম প্রেম ও ত্রিভুজ প্রেমের দ্বান্দ্বিক প্রেক্ষাপটে গড়ে ওঠা ‘ক্রাশ’ নাটকটি। রচনা করেছেন হাবিব জাকারিয়া উল্লাস এবং পরিচালনা করছেন অনন্য ইমন। নাটকের কাহিনীতে দেখা যায় ক্যাম্পাসে টিন এজ প্রেমের ন্যাচারালিটিতে বেড়ে উঠেছে সিয়াম ও নাদিয়া নদীর অ্যাফেয়ার। বন্ধুবান্ধব-আড্ডায়-নির্জনতায় সেই অ্যাফেয়ার স্বতঃস্ফূর্ত।

এমন সময় হঠাৎ আগমন ঘটে এক্সট্রা কারিকু লার অ্যাক্টিভিটিসের  ব্যাচেলর  টিচার মৌটুসী বিশ্বাসের। ফার্স্ট লুকেই ক্র্যাশ হয় অনেকের, হতেই পারে।  কিন্তু সিয়ামের যা ঘটে সেটা একটু অস্বাভাবিক, ক্র্যাশের থেকে বেশিকিছু। সে রানিং অ্যাফেয়ার, ফ্রেন্ডসার্কেল এমনকি ক্যাম্পাসের সোসাইটি সব ভুলে এক অদ্ভুত প্রেমের ঘোরে ডুবে যায়। এ নিয়ে তার কোনো হেজিটেশনও নেই, যদিও এ রিলেশনের টাইপ-ফিউচার সম্পর্কে তার কোনো ধারণাই নেই। পুরোই পাগলামি। ম্যাম খেয়াল করে ভাবলেন ক্র্যাশ তো, কেটে যাবে। কিন্তু তা

যখন ঘটে না তিনি সিয়ামকে যত বোঝাতে শুরু করেন সে ততই ডেভোটেড হয়ে উঠতে থাকে। স্বভাবতই রিঅ্যাক্ট করতে শুরু করে নাদিয়া নদী-ফ্রেন্ড সার্কেল-গোটা ক্যাম্পাস। মৌটুসী বিশ্বাস ও নাদিয়া নদী পড়ে যান এক অদ্ভুত পরিস্থিতিতে। শুরু হয় ত্রিভুজ প্রেম

ও সামাজিক দ্বন্দ্ব। এমনি চলতে থাকে নাটকের গল্প। নাটকটি প্রচার হবে ২১ অক্টোবর রাত ১১টা ২০ মিনিটে আরটিভিতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর