রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

হেমন্ত সন্ধ্যায় লিলি ইসলামের রবীন্দ্রবন্দনা

সাংস্কৃতিক প্রতিবেদক

হেমন্ত সন্ধ্যায় লিলি ইসলামের রবীন্দ্রবন্দনা

গানে-কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছেন জীবনের জয়গান। কবির বাণী ও সুরের সুষমা ছড়িয়ে দিয়ে শিল্পী লিলি ইসলামও জাতীয় জাদুঘরে অনন্য শৈল্পিকতার সৃষ্টি করেন। মঞ্চ থেকে সুরের রশ্মি ছড়িয়ে দিয়ে সমগ্র মিলনায়তনে রাবীন্দ্রিক আলোকবর্তিকার পরস্ফুিরণ ঘটান রবির প্রেমে উদ্ভাসিত শিল্পী লিলি ইসলাম। গতকাল হেমন্ত সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে ইন্ডিয়ান হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের বিভিন্ন পর্বের সংগীত পরিবেশন করেন লিলি ইসলাম। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তৃতা করেন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক জয়শ্রী কুণ্ডু।

সর্বশেষ খবর