রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ফ্রান্সে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার

শোবিজ প্রতিবেদক

তাসমিয়াহ্ আফরিন মৌ-এর চিত্রনাট্য ও পরিচালনায় এবং রুবাইয়াত হোসেনের প্রযোজনায় নির্মিত বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’ ফ্রান্সের ৩৪তম ত্যুউস কোর্টস (tous courts) চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। এ উৎসবে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

এক্স-ওন-প্রোভন্স ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভ্যাল নামে পরিচিত ত্যুউস কোর্টস চলচ্চিত্র উৎসবটি আগামী ২৮ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত ফ্রান্সের এক্স-ওন-প্রোভন্সে অনুষ্ঠিত হবে। জানা গেছে, এই বছর জমা পড়া আড়াই হাজারের অধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র থেকে নির্বাচক কমিটি ২৬টি দেশের ৮০টি চলচ্চিত্র নির্বাচন করেছেন যা আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং নিরীক্ষাধর্মী প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে।

সর্বশেষ খবর