সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

শেষ হয়ে যাচ্ছে এফডিসি

শেষ হয়ে যাচ্ছে এফডিসি

এফডিসির মূল ফটকে থাকা সাইনবোর্ডের ভগ্নদশা। উন্নয়নের ‘য়’ আর কর্পোরেশনের ‘ক’ নেই। ইংরেজিতেও একই অবস্থা বাংলাদেশের ‘এ’ ও কর্পোরেশনের ‘টি’ নেই

চলচ্চিত্র নির্মাণের সূতিকাগার খ্যাত এফডিসি দীর্ঘদিন ধরে কর্মশূন্য হয়ে আছে। একদিকে চলচ্চিত্রের নির্মাণ কাজ কমছে, অন্যদিকে বেশি  সুযোগ-সুবিধা লাভের আশায় নির্মাতারা ছুটছেন প্রাইভেট স্টুডিওতে। কাজ  না থাকায় এফডিসি ক্রমেই জীর্ণদশায় পড়ছে। প্রতিষ্ঠানটির চেহারা হয়ে পড়ছে বিবর্ণ। যদিও আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের কাজ চলছে তাও সীমিত আকারে। এফডিসির বিভিন্ন অঙ্গন ঘুরে এর ভগ্নদশার চিত্র তুলে ধরেছেন— আলাউদ্দীন মাজিদ

ছবি : শিশির জাহাঙ্গীর

 

 দর্শনার্থীর অভাবে প্রধান ফটকের সঙ্গে থাকা ওয়েটিং রুম এখন পরিণত হয়েছে স্টোর রুম ও কুকুরের বিশ্রামাগারে

 

সংস্থায় স্থাপিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি পড়ে আছে অপরিচ্ছন্ন ও অবহেলিত অবস্থায়

 

অন্যতম শুটিং স্পট কড়ইতলা এখন আবর্জনার ভাগাড়

 

সংস্থাটিতে প্রবেশের মুখেই ময়লা-আবর্জনা ও শুটিংয়ের কাজে ব্যবহৃত নানা যন্ত্রপাতি

 

এডিটিং রুমের ভাঙা দরজা

 

প্রয়াত চলচ্চিত্রকারদের তালিকা ২০০২-তে এসে থেমে গেছে

 

কালার ল্যাবের মাটিতে অযত্নে পড়ে থাকা ফ্লিম ক্যান

 

দুই নম্বর শুটিং ফ্লোরের নোংরা ও ভাঙা টয়লেট

 

কালার ল্যাবে পরিত্যক্ত ফ্লিম ডেভলাপ মেশিন

 

দুই নম্বর শুটিং ফ্লোরে জরাজীর্ণ সিলিং

 

পরিচালক সমিতির স্টাডি রুমের ভাঙা ছাদ

 

 নোংরা-আবর্জনায় পরিপূর্ণ ঝরনা স্পট

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর