Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
প্রকাশ : সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৬ অক্টোবর, ২০১৬ ২১:৫৬
অস্ট্রেলিয়াতে জুয়েল আইচের জাদু প্রদর্শনী
শোবিজ প্রতিবেদক
অস্ট্রেলিয়াতে জুয়েল আইচের জাদু প্রদর্শনী

বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ সিডনির একুশে একাডেমির আমন্ত্রণে সদল্বলে আগামী ১৭ অক্টোবর সিডনির উদ্দেশ্যে রওনা দেবেন। সিডনির এই একুশে একাডেমি হল সমগ্র অস্ট্রেলিয়ার বাঙালিদের সবচেয়ে অগ্রবর্তী এবং সক্রিয় সামাজিক-সাংস্কৃতিক  সংগঠন।

সিডনির অরিয়ন থিয়েটারে ২৩ অক্টোবর এবং ৫ নভেম্বর একক জাদুপ্রদর্শনী করবেন দেশের বিখ্যাত এই জাদুশিল্পী। তবে এর মধ্যে তিনি রাজধানী ক্যানবেরার বিখ্যাত বার্গম্যান থিয়েটারে ২৯ অক্টোবর একক জাদু প্রদর্শনীও করবেন। জানা যায়, সিডনি ও ক্যানবেরার অনুষ্ঠান শেষে তিনি মেলবোর্নে একটি অনুষ্ঠান করবেন এবং সেখান থেকে ৭ নভেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। সিঙ্গাপুরে চার দিন থাকবেন তার প্রিয় ছাত্র এবং আরেক বিশ্ববিখ্যাত জাদুশিল্পী জেরেমি পেইকের সঙ্গে। উল্লেখ্য যে, জাদুশিল্পী জেরেমি পেইকে অতি তরুণ বয়সেই ব্রেইন ক্যান্সারে আক্রান্ত। বিশ্ববিখ্যাত এই জাদুশিল্পী জাদু প্রদর্শনী  ও বিদেশ ভ্রমণ শেষে ঢাকায় ফিরবেন ১১ নভেম্বর।

এই পাতার আরো খবর
up-arrow