Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭

ঢাকা, বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭
প্রকাশ : সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৬ অক্টোবর, ২০১৬ ২১:৫৭
ছেঁউড়িয়ায় লালন উৎসব
শোবিজ প্রতিবেদক
ছেঁউড়িয়ায় লালন উৎসব

ফকির লালনের ১২৬তম তিরোধান দিবস উপলক্ষে ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে গতকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী লালন উৎসব। এবারের স্লোগান হচ্ছে— পারে লয়ে যাও আমায়। সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন।

তিন দিনব্যাপী এই উৎসবে থাকছে আলোচনা, সংগীতানুষ্ঠান ও লালনমেলা। লালন মাজার প্রাঙ্গণে ইতিমধ্যেই বসেছে সাধুদের হাট। সবার মুখেই সাঁইজির গান ও বাণী। এ আয়োজনে আদি সুরে লালনের গান পরিবেশন করবেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাউল অনুরাগীরা।

১৮৯০ সালের এই দিনে (১৬ অক্টোবর) লালনের মৃত্যুর পর থেকে তার ভক্তরা এ ধারা অব্যাহত রেখেছেন। প্রতি বছর লালনের মৃত্যুবার্ষিকীতে বাউলভক্ত সাধু-গুরুরা আখড়াবাড়িতে চলে আসেন। লালনের জাতহীন মানবধর্মে দীক্ষিত হয়ে তার জীবনকর্ম, ধর্ম-দর্শন, মরমি সংগীত ও চিন্তা-চেতনা থেকে শিক্ষা নিতে প্রতিবছরের মতো এবারও সাঁইজির আশ্রমে ছুটে এসেছেন অগণিত ভক্ত, অনুসারী ও দর্শনার্থী।

এই পাতার আরো খবর
up-arrow