Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
প্রকাশ : বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৮ অক্টোবর, ২০১৬ ২২:১২
শফিক তুহিনের সঙ্গে গায়ক এ্যাস কিং
শোবিজ প্রতিবেদক
শফিক তুহিনের সঙ্গে গায়ক এ্যাস কিং

সময়ের অন্যতম আলোচিত গায়ক এ্যাস কিং প্রথমবারের মতো শুধু বাংলাদেশে প্রযোজিত চলচ্চিত্রে কণ্ঠ দিলেন। একইসঙ্গে এ দেশের প্রথম কোনো গীতিকার এবং সংগীত পরিচালক হিসেবে শফিক তুহিনের সঙ্গে প্লেব্যাক শিল্পী হিসেবে প্রথম গান করলেন।

বলিউডের সুপার হিট মুভি বডিগার্ডের জনপ্রিয় গান ‘আই লাভ ইউ’, ‘দাম মারো দাম মুভির’ টে আম্মো,দিল্লি-৬ মুভির ‘দিল ঘিরা দাফতানা’, ব্যাং ব্যাং মুভির ‘মেহেরবান’, ঢালিউডের সুপার হিট মুভি ‘বোঝে না সে বোঝে না’র মুখে মুখে ফেরা গান ’কঠিন’সহ অনেক শ্রোতামুগ্ধ গানের গায়ক এ্যাস কিং। রক ঘরানার এই ‘টুকরো প্রেমের গল্প’ গানটি মুম্বাইয়ের ফ্যাট বক্স স্টুডিওতে ধারণ করা হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow