Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৯ অক্টোবর, ২০১৬ ২১:৪৬
নতুন রূপে বিদ্যা
শোবিজ ডেস্ক
নতুন রূপে বিদ্যা

‘কাহানি’ ছবিতে রেলস্টেশনে স্বামীর খোঁজে দাঁড়িয়ে থাকা অন্তঃসত্তা বিদ্যা বাগচির কথা এত সহজে দর্শকদের ভোলার কথা নয়। বিদ্যার সেই দুর্দান্ত অভিনয়ের কথা স্বাভাবিকভাবেই সবার মনে আছে। তাই ‘কাহানি’ ছবির পর সিক্যুয়ল ‘কাহানি-টু’কে ঘিরে তাই সবার মনেই আগ্রহের পরিমাণ একটু বেশি। এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বিদ্যা বালানকে এ খবর সবারই জানা আছে। কিন্তু নতুন খবর হলো এবার ‘কাহানি-টু’তে নতুন রূপে দেখা যাবে বিদ্যাকে। সম্প্রতি ‘কাহানি-টু’ ছবির পেইজ থেকে একটি পোস্টার ছাড়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে বিদ্যা বালানকে দুর্গা রানী সিংহ নামে ৩৬ বছর বয়সী এক নারী অপরাধীর চরিত্রে দেখা গেছে! ছবির সঙ্গে জুড়ে দেওয়া একটি ভিডিও। যাতে দেখানো হয়, এক কুখ্যাত অপরাধী হারিয়ে গেছে। তার নাম দুর্গা রানী সিংহ। তাকে খুঁজে দেওয়ার জন্য জনগণের সাহায্য চেয়েছে পুলিশ! পোস্টারটিতে বড় করে লেখা ‘মোস্ট ওয়ান্টেড’। তার নিচে লেখা, ‘খুন ও অপহরণ মামলার আসামি এ মহিলার বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে উক্ত ঠিকানায় যোগাযোগ করুন।’ পোস্টারটি দেখে এ ছবিতে বিদ্যাকে কেমন দেখা যাবে তার একটি ধারণা পাবেন দর্শকরা।

এই পাতার আরো খবর
up-arrow