শিরোনাম
বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

২৪ নভেম্বর থেকে ‘বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব’

শোবিজ প্রতিবেদক

পাঁচ দিনব্যাপী ধ্রুপদী সংগীত ও নৃত্য নিয়ে ‘বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব’ চলবে ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত। এবারকার উৎসব উৎসর্গ করা হচ্ছে সদ্য প্রয়াত লেখক সৈয়দ শামসুল হককে। আর্মি স্টেডিয়ামে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই উচ্চাঙ্গ সংগীত উৎসব চলবে। আয়োজনে অংশ নিতে নিবন্ধন শুরু হবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে। এবারের উৎসবে প্রাধান্য পাবে নবীন শিল্পীদের উপস্থিতি ও একাধিক যৌথ পরিবেশনা। আয়োজনে অংশ নেবে বাংলাদেশের ১৬৫ জন শিল্পী। উদ্বোধনী পর্বে নৃত্যশিক্ষক শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের রচনা ও নির্দেশনায় নৃত্যনন্দন দলের প্রায় ৬০ জন শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের মূল গান ও ভাঙা গানে মনিপুরী, ভরতনাট্যম, ওড়িশি ও কত্থক রীতির রূপায়ণ পরিবেশন করবেন। উৎসবে অংশ নিচ্ছেন বেনারস ঘরানার পদ্মবিভূষণ খেতাবপ্রাপ্ত ৮৭ বছরের প্রবাদপ্রতিম শিল্পী বিদুষী গিরিজা দেবী।

সর্বশেষ খবর