বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
ফজলুল হক স্মৃতি পুরস্কার

সম্মাননায় আজিজুর রহমান-মোস্তাফা জব্বার

শোবিজ প্রতিবেদক

সম্মাননায় আজিজুর রহমান-মোস্তাফা জব্বার

বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ও প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক ফজলুল হক স্মরণে ‘ফজলুল হক স্মৃতি কমিটি’ ২০০৪ সাল থেকে প্রতিবছর দুজন ব্যক্তিত্বকে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ প্রদান করে আসছে। এ বছর পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র পরিচালনায় আজিজুর রহমান এবং চলচ্চিত্র সাংবাদিকতায় মোস্তাফা জব্বার। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য ২৫ হাজার টাকা। সঙ্গে  সম্মাননাপত্র ও ক্রেস্ট। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এই পুরস্কার প্রবর্তন করেন। ২৬ অক্টোবর ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পুরস্কার ও অর্থমূল্য তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং সভাপতি চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী।

পুরস্কারপ্রাপ্তরা সরাসরি ফজলুল হকের সঙ্গে কাজের সম্পৃক্ততার বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে ফজলুল হকের ওপর নির্মিত একটি ডকুমেন্টারি দ্য ফ্রন্টিয়ার ম্যান দেখানো হয়। যা নির্মাণ করেছেন শহীদুল আলম সাচ্চু। আহমাদ মাযহার সম্পাদিত ফজলুল হক  ‘অগ্রগামী স্বাপ্নিক’ একটি বইয়ের মোড়কও উন্মোচন করা হয়। বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ। ফজলুল হক স্মরণে স্মৃতিচারণ করেছেন আলী ইমাম, চিন্ময় মুত্সুদ্দী, গাজী মাজহারুল আনোয়ার, মতিন রহমান, আবদুর রহমান, রেজানুর রহমান, দেলোয়ার জাহান ঝন্টু, নুরুল আলম বাবু, ফজলুল হক পরিবারের সদস্য কণা রেজা, ফরহাদুর রেজা প্রবাল, জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু ও কেকা ফেরদৌসী।

সর্বশেষ খবর