রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

প্যারিসে পুরস্কৃত আন্ডার কনস্ট্রাকশন

শোবিজ প্রতিবেদক

প্যারিসে পুরস্কৃত আন্ডার কনস্ট্রাকশন

‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবির পোস্টার

রুবাইয়েত হোসাইনের ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিটি ফ্রান্সের প্যারিস শহরে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হলো। উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্যে ‘আন্ডার কনস্ট্রাকশন’ পেয়েছে জুরি পুরস্কার। জুরি বোর্ডের সদস্যদের মধ্যে ছিলেন ভারতের প্রখ্যাত লেখক ও নির্মাতা বিজয় সিং এবং ফ্রান্স প্রবাসী বাংলাদেশি শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুবাইয়েত হোসাইন এবং ছবির প্রধান চরিত্র শাহানা গোস্বামী। আন্ডার কনস্ট্রাকশন ছাড়াও উৎসবে প্রদর্শিত হয় তারেক মাসুদের ‘মাটির ময়না’, রুবাইয়াত হোসেনের ‘মেহেরজান’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ এবং আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’। চলতি বছরের ফেব্রুয়ারিতেও ফ্রান্সে অনুষ্ঠিত এশিয়া চলচ্চিত্র উৎসবে এ ছবিটি তিনটি ক্যাটাগরিতে পুরস্কার লাভ করে। তাছাড়া লোকার্নো, ওমেন মেইকস ওয়েবস, কেরালা, বোগতা, সাও পাওলো, মনট্রিয়ালসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয় ছবিটি। কিছুদিন আগেও সিয়াটলেও পুরস্কৃত হয় ‘আন্ডার কনস্ট্রাকশন’।

সর্বশেষ খবর