মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নায়করাজকে নিয়ে ছটকু

শোবিজ প্রতিবেদক

নায়করাজকে নিয়ে ছটকু

নায়করাজ রাজ্জাকের জীবনী নিয়ে গ্রন্থ লিখতে যাচ্ছেন প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদ। গ্রন্থের শিরোনাম হবে ‘টালিগঞ্জ থেকে ঢালিউড’। আগামী একুশে বইমেলায় এটি প্রকাশ হবে।

রাজ্জাক বলেন, ‘চলচ্চিত্রকে বাঁচাতে জুটির বিকল্প নেই। সুচিত্রা-উত্তম, সাবিহা-সন্তোষ, রাজকাপুর-নার্গিস, দীলিপ কুমার-মধুবালা জুটি চলচ্চিত্রকে নিয়ে গেছে দর্শকের হৃদয়ের কাছে। আমাদের দেশে রহমান-শবনম, কবরী-রাজ্জাক, আলমগীর-শাবানা, সালমান-শাবনূর জুটি দর্শকদের সিনেমা হলে পাগলের মতো টেনে এনেছে। আমাদের আমলে সিনেমা হলের সংখ্যা ছিল ৩০০। সেই হল বেড়ে হয়েছিল ১২০০। এখন কোনো জুটি নেই বলে হল নেমে এসেছে ৩০০-তে। শাকিব-অপু জুটি তৈরি হয়েছিল, দর্শকও টানছিল হলে, কিন্তু এখন কী অবস্থা। জুটির মধ্যে প্রেম থাকবে, তবে তা চলচ্চিত্রকে বাঁচাতে।’ তা ছাড়া নিজের নায়িকাদের সম্পর্কে অজানা চমৎকার সব কথা থাকছে এই গ্রন্থে। উত্তম কুমার হওয়ার স্বপ্ন চোখে নিয়ে বোম্বের রঙিন হাতছানি দূরে সরিয়ে রেখে রিফিউজির বেশে এই দেশে এসে ৬৫ টাকার ভাড়া বাড়িতে থেকে জীবন সংগ্রাম শুরু করেছিলেন আজকের কিংবদন্তি নায়করাজ রাজ্জাক। ছটকু আহমেদ বলেন, এখন চলচ্চিত্রের মহাসংকট কাল। আর এই সংকটে চলচ্চিত্রকে সজীব করতে শিল্পী-কলাকুশলীদের দরকার রাজ্জাক ভাইয়ের জীবনাদর্শ। ৭৬ ছুঁই ছুঁই করা বয়সেও যিনি তার আত্মার সঙ্গে মিশিয়ে রেখেছেন চলচ্চিত্র। যার ধ্যান-জ্ঞান চিন্তা-চেতনা সবই আবর্তিত হয় চলচ্চিত্রকে কেন্দ্র করে।  সেই জীবন্ত কিংবদন্তি নায়করাজ রাজ্জাক ভাইয়ের জীবদ্দশায় প্রকাশিতব্য এই গ্রন্থ চলচ্চিত্রের বর্তমান সংকট উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি। নায়করাজ সম্পর্কে যে যা জানেন সেই জানাটুকু আমাকে জানিয়ে দিন, আমি তা গ্রন্থে সন্নিবেশিত করে পাঠকের সামনে তুলে ধরব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর