শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সংশোধন’

শোবিজ প্রতিবেদক

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সংশোধন’

নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের সঙ্গে ক্ষমতাবানদের অকারণে খারাপ আচরণ, শিশু শ্রমকে নিরুৎসাহিত করণ, পথ শিশুদের অনাদর অবহেলার জীবন, ব্যাচেলর জীবনের বিড়ম্বনা, পরকীয়া, ইভ টিজিং, বাল্যবিবাহ, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, মাদকবিরোধী জনসচেতনতাসহ সামাজিক বিভিন্ন অপরাধ ও অসঙ্গতির বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ‘সংশোধন’।

মো. রাসেল মিয়ার কাহিনী, মূল পরিকল্পনা ও পরিচালনায় ধারাবাহিকটি বর্তমানে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীষণ সাড়া ফেলেছে। ইতিমধ্যে এই চলচ্চিত্রের বারোটি পর্ব প্রচারিত হয়েছে। এটি ১০০ পর্ব নির্মাণের পরিকল্পনা রয়েছে পরিচালক মো. রাসেল মিয়া জানান।

সর্বশেষ খবর