Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৮ নভেম্বর, ২০১৬ ২১:৪৪
প্রসেনজিৎ প্রসঙ্গে ঋতুপর্ণা
শোবিজ ডেস্ক

১৪ বছরের লম্বা বিরতির পর ফের বড় পর্দায় (প্রাক্তন) প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত একসঙ্গে কাজ করছেন— এ খবর হৈচৈ ফেলে দিয়েছিল টলিউডে। একসঙ্গে ফের ছবিতে কাজ করলেও তাদের প্রাক্তন সম্পর্কের সেভাবে কিন্তু কোনো উন্নতি হয়নি। বরং প্রাক্তনের পর থেকে নাকি সেভাবে দেখা-সাক্ষাৎ এমনকি কথাও হয়নি দুজনের। প্রসেনজিতের সঙ্গে নিজের সম্পর্কের উন্নতি বা অবনতি নিয়ে বলতে গিয়ে একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেন, ‘না প্রসেনজিৎ আমার বন্ধু নয়, আমি ওর সঙ্গে বন্ধুত্ব ভেঙেছি। তবে ওকে শুভকামনা জানাই সব ক্ষেত্রেই।’

একসঙ্গে প্রায় ৫০টিরও বেশি হিট ছবি উপহার দেওয়ার পর ২০০১ সালে জামাইবাবু জিন্দাবাদ- ছবির পর একসঙ্গে কাজ করা বন্ধ করেন দুজন।

up-arrow