শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সঞ্জীব স্মরণে কনসার্ট

শোবিজ প্রতিবেদক

সঞ্জীব চৌধুরী। নিজের গানে সুরে কবিতায় প্রমাণ করেছেন। তিনি ছিলেন একাধারে কবি, সাংবাদিক, গীতিকার, সুরকার, গায়ক। ২৫ ডিসেম্বর তার জন্মদিন। তাই সঞ্জীব স্মরণে তার অনুরাগী ও সংস্কৃতিমনা শিল্পীদের সমন্বয়ে দীর্ঘ ১১ বছর পর কনসার্ট ফর ফাইটারস আয়োজন করা হচ্ছে। ১৯ নভেম্বর টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৬ নভেম্বর বুয়েট ক্যাম্পাস, ৩ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১০ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় , ২৫ ডিসেম্বর সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্য, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনসার্টের আয়োজন করা হয়েছে। এই যাত্রা হবে গান, কবিতা ও চৈতন্যে ক্যাম্পাসে সঞ্জীবকে ফিরিয়ে আনা। জনপ্রিয় এ প্রয়াত শিল্পী ১৯৯৬ সালে বাপ্পা মজুমদারের সঙ্গে একত্রিত হয়ে গঠন করেন ভিন্নধর্মী ব্যান্ড ‘দলছুট’। ‘স্বপ্নবাজি’ নামে একটি একক অ্যালবাম মুক্তি পায় তার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর