মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিজ্ঞাপনের মডেল ফাহমিদা

শোবিজ প্রতিবেদক

বিজ্ঞাপনের মডেল ফাহমিদা

গানের মানুষ ফাহমিদা নবী। তবে এরই মধ্যে একবার একটি নাটিকাতে যেমন অভিনয় করেছেন ঠিক তেমনি একটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৪ সালে ফাহমিদা নবী প্রথম তানভীর হাসানের নির্দেশনায় গ্রামীণফোনের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। প্রায় দুই বছর বিরতির পর ফাহমিদা নবী আবারও একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। ‘ক্লাসিক্যাল হোমেটক্স’র বিজ্ঞাপনে এবার মডেল হয়েছেন তিনি। এটি নির্মাণ করেছেন সাঈদ খন্দকার ও জেমি সাঈদ। গত ১৭ ও ১৮ নভেম্বর বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। আবারও বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘এবারের বিজ্ঞাপনের ভাবনাটা আমাকে নিয়েই। আমি একজন সংগীতশিল্পী। গানে গানে ব্যক্তি আমাকেই বিজ্ঞাপনটিতে উপস্থাপন করা হয়েছে। খুবই ভালো লেগেছে আমার কাজটি করে এবং আমি আশাবাদী বিজ্ঞাপনটি প্রচারের পর দর্শকের খুব ভালো লাগবে।’ বিজ্ঞাপনটিতে ফাহমিদা নবীর নিজের গাওয়া একটি গানও ব্যবহার করা হয়েছে। তবে কোন গানটি তা এখনই বলতে চাচ্ছেন না ফাহমিদা নবী। এদিকে দুই বোন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর প্রথম দ্বৈত অ্যালবাম ‘এক আকাশের গান’র শেষ পর্যায়ের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আশা করা যাচ্ছে আগামী ভালোবাসা দিবসে অ্যালবামটি শ্রোতাদের হাতে তারা দুই বোন শ্রোতাদের হাতে তুলে দিতে পারবেন। ‘এক আকাশের গান’ অ্যালবামের সবগুলো গান লিখেছেন জুলফিকার রাসেল। এদিকে সম্প্রতি সৈয়দ শামসুল হকের লেখা শেষ কবিতা নিয়েও গান গাওয়ার সুযোগ পেলেন ফাহমিদা নবী। আর এই সুযোগ যেন জীবনের কাছে স্মরণীয় এক ঘটনা বলেই দাবি করেছেন ফাহমিদা নবী। মৃত্যুর আগে হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে জীবনকে উপলব্ধি করে লেখা সৈয়দ শামসুল হকের লেখা শেষ কবিতা ‘মৃত্তিকার ঘন অন্ধকারে’ কবিতাটি লিখেছিলেন। সেই কবিতা গানে গানে সুর করেছেন প্রখ্যাত সংগীত পরিচালক শেখ সাদী খান। আর এতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী। বিটিভিতে সম্প্রতি প্রচারিত ‘হৃদ কলমের টানে’ অনুষ্ঠানে ফাহমিদা নবীর গাওয়া গানটি প্রচার হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর