মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

লামিয়ার তত্ত্বাবধানে ডিএলডির পুনঃযাত্রা

শোবিজ প্রতিবেদক

দেশীয় চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা ও পরিচালক পারভীন সুলতানা দিতি চলতি বছরের মার্চ মাসে এই পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন। বেশ কয়েক বছর আগে দিতি তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘ডিএলডি’ থেকে নাটক-টেলিফিল্ম ও তথ্যচিত্র নির্মাণ শুরু করেন। গত বছর জুলাই মাস পর্যন্ত দিতির প্রযোজনা সংস্থা থেকে নাটক-টেলিফিল্ম নির্মিত হয়। আজ দিতি নেই। কিন্তু তাতে কি থেমে যাবে তার প্রযোজনা সংস্থা থেকে নির্মাণ কাজ? না, তেমনটি নয়। এমনই জানালেন দিতির মেয়ে লামিয়া চৌধুরী। তিনি বলেন, ‘আম্মু নেই, কিন্তু আম্মু কষ্ট করে তার নিজের প্রযোজনা সংস্থা ডিএলডি’কে দাঁড় করিয়েছেন। আমি চেষ্টা করব আম্মুর প্রযোজনা সংস্থাকে দাঁড় করিয়ে রাখতে। তারই প্রাথমিক চেষ্টা হিসেবে আমি এবং আদিত্য জনি যৌথভাবে একসঙ্গে প্রথম ডিএলডির পুনঃযাত্রা হিসেবে দুই পুতুলের গল্প নাটকটি নির্মাণ করেছি। শিগগিরই আমি এককভাবে নির্দেশনায় আসছি। সবার কাছে দোয়া চাই যেন আম্মুর দাঁড় করিয়ে যাওয়া ডিএলডি প্রযোজনা সংস্থা থেকে ধারাবাহিকভাবে কাজ করে যেতে পারি।’

সর্বশেষ খবর