শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসবের আজ তৃতীয় দিন

শোবিজ প্রতিবেদক

বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসবের আজ তৃতীয় দিন

ম্যান্ডোলিলের সুরের মধ্য দিয়ে ঢাকার আর্মি স্টেডিয়ামে শেষ হয় উচ্চাঙ্গ সংগীত উৎসবের দ্বিতীয় দিন। অনুষ্ঠানের তৃতীয় দিন শুরু হবে দলীয় সরোদের মধ্য দিয়ে। এতে অংশ নেবে বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা। এই দলে রয়েছে মো. কামাল জহির শামীম, খন্দকার শামছুজোহা, মো. ইলিয়াস খান, ইলহাম ফুলযুরী খান, ইশরা ফুলযুরী খান, শরীফ মুহাম্মাদ আরিফিন রনি, আল জোনায়েদ দিদার। এরপর একে একে মঞ্চে আসবেন বাঁশিবাদক শশাঙ্ক সুব্রামিয়াম। মৃদঙ্গম পারুপল্লী ফাল্পুন, তবলায় সত্যজিৎ তালওয়ালকার। খেয়ালে ড. প্রভা আত্রে। তবলায় রোহিত মজুমদার। এরপর মঞ্চে আসবেন শাস্ত্রীয় সংগীতের সনাতন ধারা ধ্রুপদের বিশিষ্ট শিল্পী উদয় ভাওয়ালকার। তারপর সেতারের মাতাল সুর নিয়ে আসবেন বিশিষ্ট সেতারবাদক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। তিনি একাধারে গুরু ও প্রশিক্ষক। পরিমল চক্রবর্তী আসবেন তবলা ঝংকার নিয়ে। তারপর মঞ্চে আসবেন খেয়ালিয়া রাশিদ খান। আর তৃতীয় দিনের তবলায় শেষ ঝড় তুলবেন তবলাবাদক শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়।

সর্বশেষ খবর