রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ঋষিজের ৪০তম বর্ষপূর্তি

শোবিজ প্রতিবেদক

ঋষিজের ৪০তম বর্ষপূর্তি

ঋষিজ শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠানে রফিকুল আলম ও ফকির আলমগীর

ঋষিজ শিল্পীগোষ্ঠীর ৪০তম বর্ষপূর্তি উপলক্ষে শিল্পকলা একাডেমিতে  অনুষ্ঠিত হলো ‘ভয় নেই কোনো ভয় জয় সাম্যের জয়’ শীর্ষক দুই দিনের সাংস্কৃতিক উৎসব। প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংগঠনের প্রতিষ্ঠাতা গণসংগীত শিল্পী ফকির আলমগীরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রেলমন্ত্রী মজিবুল হক এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। গুণীজন সম্মাননা প্রদান, আলোচনা, নাচ, গান ও আবৃত্তি দিয়ে সাজানো হয় এই উৎসব। দেশের সাত গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। অর্থনীতিতে  ড. ফরাস উদ্দিন, নৃত্যকলায় আমানুল হক, নাটকে রামেন্দু মজুমদার, মুক্তিযুদ্ধে ফেরদৌসী প্রিয়ভাষিণী, আবৃত্তিতে আশরাফুল আলম, শিক্ষায় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং সংগীতে ওস্তাদ শাহাদাৎ হোসেন খান। ‘আমরা ঋষিজের করি/ আমরাতো যাত্রিক ঋষিজের সন্তান’ দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়েই অনুষ্ঠানের সূচনা ঘটে। এর পর শিল্পীরা দলীয়ভাবে পরিবেশন করে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের লেখা উৎসব সংগীত ‘ভয় নেই কোনো ভয় নেই’।  সমাপনী দিনে গতকাল ঋষিজ সম্মাননা প্রদান করা হয় ভারতের ড. মহুয়া মুখার্জি (নৃত্যকলা) ও অমিতাভ মুখোপাধ্যায় (সংগীত) এবং বাংলাদেশের কামরুদ্দীন আফসার (গণসংগীত)। এ ছাড়া আরও ছিল বাংলাদেশ ও ভারতের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর