রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আজ ইত্যাদির পুনঃপ্রচার

শোবিজ প্রতিবেদক

অবিভক্ত বাংলার প্রথম জেলা যশোরে ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। ইত্যাদির প্রশংসিত এ পর্বটি দেশের প্রাচীন কালেক্টরেট ভবন যশোর কালেক্টরেটের সামনে ধারণ করা হয়েছিল। বিষয়বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এ পর্বে ছিল বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। ছিল যশোরের ইতিহাস-ঐতিহ্য নিয়ে তথ্যসমৃদ্ধ এবং গদখালীর ফুল উৎপাদন ও বাজারজাতকরণের ওপর অনুসন্ধানী প্রতিবেদন। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একটি শিক্ষক পরিবারের ওপর শিক্ষামূলক প্রতিবেদন। যে পরিবারের প্রত্যেকেই নিজেরা শিক্ষা গ্রহণ করে অন্যকেও শিক্ষার আলোয় আলোকিত করার ব্রত নিয়েছেন। এবারের বিদেশি প্রতিবেদন করা হয়েছে ফ্রান্সের প্যালেস অব ভার্সাইয়ের ওপর। একসময় যেখানে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত অবস্থান করেছিলেন। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। পুনঃপ্রচার হবে কেয়া কসমেটিকসের সৌজন্যে। একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর