সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
এফটিপিওর সংবাদ সম্মেলন

বাংলাদেশের চ্যানেল ভারতে চালুর দাবি

শোবিজ প্রতিবেদক

বাংলাদেশের চ্যানেল ভারতে চালুর দাবি

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মামুনুর রশীদ

ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) চলমান আন্দোলনের সঙ্গে নতুন করে যুক্ত হলো আরও ৮ দফা দাবি। দীর্ঘদিন ধরে ভারতীয় বাংলা চ্যানেল বন্ধের যে দাবি সামাজিক মাধ্যমে উঠছিল সে দাবিটি এতে যুক্ত হয়নি। বরং ভারতেই বাংলাদেশি চ্যানেল চালুর পক্ষে দাবি সংযুক্ত হয়েছে। নতুন দাবিগুলো হলো— বিজ্ঞাপন প্রচারে গ্রহণযোগ্য সময়সীমা নির্ধারণ, নাটকের বাজেট যৌক্তিকহারে বৃদ্ধি করতে হবে, কপিরাইট প্রথা বহাল করতে হবে, যোগ্য ব্যক্তিদের নিয়ে প্রিভিউ কমিটি থাকতে হবে,

বৈজ্ঞানিক পদ্ধতিতে, নির্ভুল, যথাযথ টিআরপি ব্যবস্থা চালু করতে হবে, ভারতে বাংলাদেশের চ্যানেল চালু করতে হবে এবং তাদের চ্যানেল ডাউনলিংক ফির সঙ্গে আমাদের চ্যানেল ডাউনলিংকের যে অসম ফি আছে তা দূর করতে হবে। এফটিপিওকে সরকারিভাবে স্বীকৃতি দিতে হবে এবং কোনো নাটক বা অনুষ্ঠান নির্মাণে অবশ্যই শিল্পী কলাকুশলীদের এফটিপিও সংশ্লিষ্ট সংগঠনের তালিকাভুক্ত সদস্য হতে হবে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এফটিপিওর নেতারা তাদের নতুন এই দাবিগুলো তুলে ধরেন। সংগঠনের আহ্বায়ক নাট্যজন মামুনুর রশীদ বলেন, তথ্যমন্ত্রী বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালককে প্রধান করে এফটিপিওর সদস্যদের নিয়ে একটি কমিটি করার ঘোষণা দিয়েছেন। সেই কমিটিতে আমরা আমাদের নতুন এই দাবিগুলো উত্থাপন করতে চাই।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব গাজী রাকায়েত, ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলীক, সাংগঠনিক সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার পাঠান, নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজা, অভিনেত্রী-নির্মাতা রোকেয়া প্রাচী, প্রযোজক আলী বশির, নির্মাতা চয়নিকা চৌধুরীসহ আরও অনেকেই।

সর্বশেষ খবর