সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

অনন্যা সাহিত্য পুরস্কারে বেগম আকতার কামাল

শোবিজ প্রতিবেদক

অনন্যা সাহিত্য পুরস্কারে বেগম আকতার কামাল

‘অনন্যা সাহিত্য পুরস্কার-১৪২৩’ গ্রহণ করছেন বিশিষ্ট গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক বেগম আকতার কামাল

দেশের গবেষণা ও প্রবন্ধ সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য ‘অনন্যা সাহিত্য পুরস্কার-১৪২৩’ পেয়েছেন বিশিষ্ট গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক বেগম আকতার কামাল। পুরস্কার প্রদানকালে তাকে ’৪৭ পরবর্তী আধুনিক সাহিত্যের মূলধারার গবেষণার আহ্বান জানান সংশ্লিষ্ট ক্ষেত্রে বিজ্ঞজনেরা। উক্ত সময়ের বাংলা সাহিত্যে গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ নিয়ে সেভাবে গবেষণা নেই, যা সাহিত্যের জন্য প্রয়োজন। অধ্যাপক বেগম আকতার কামাল তার গবেষণা ও প্রবন্ধ শৈলীকে কাজে লাগিয়ে কাজটি করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

শনিবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও কবি আসাদ চৌধুরী। সভা প্রধানের দায়িত্ব পালন করেন অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।

উল্লেখ্য, পুরস্কার হিসেবে তাকে একটি সম্মাননা স্মারক, সনদপত্র ও ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

সর্বশেষ খবর