মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

পার্থিবের ‘স্বাগত বাংলাদেশে’

শোবিজ প্রতিবেদক

পার্থিবের ‘স্বাগত বাংলাদেশে’

ব্যান্ড পার্থিব-এর পথচলা যুগ পেরিয়েছে গেল বছর। ২০০৩ সালে শুরু করে দলের সদস্যরা আজও নিজেদের ধীরস্থির গতি অব্যাহত রেখেছেন অভিষ্ট লক্ষ্যে। গেল ১২ বছরে ব্যান্ডটি প্রকাশ করেছে একটি ডাবল অ্যালবামসহ মোট তিনটি অ্যালবাম। নতুন খবর হলো, প্রায় তিন বছর পর এই ডিসেম্বরে পার্থিব প্রকাশ করতে যাচ্ছে নতুন অ্যালবাম। নাম ‘স্বাগত বাংলাদেশে’। নামেই অনুমেয়, পুরো অ্যালবামটি সাজানো হয়েছে দেশাত্মবোধক গান দিয়ে। প্রায় তিন বছর ধরে ডজনখানেক গান তৈরি করেছেন তারা। সেখান থেকে সেরা ৯টি গান চূড়ান্ত করা হয়েছে এই অ্যালবামটির জন্য। দেশে কোনো ব্যান্ডের এটাই প্রথম অ্যালবাম যার পুরোটাই দেশকেন্দ্রিক মৌলিক গানে সাজানো। অ্যালবামটি সিএমভির ব্যানার থেকে প্রকাশ পেয়েছে। উদ্দেশ্য, মহান বিজয় দিবস। অ্যালবামটি প্রকাশের তরিকাও খানিক ভিন্ন। ইতিমধ্যে ২ ডিসেম্বর রাতে দেশ টিভির ফোনোলাইভ ‘কলের গান’ এর মঞ্চে দাঁড়িয়ে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়েছে।

সর্বশেষ খবর