বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘বিষকাঁটা’ এবার ইউক্রেনে

শোবিজ প্রতিবেদক

’৭১-এর বীরাঙ্গনাদের বেঁচে থাকার গল্প নিয়ে নির্মিত বাংলাদেশি প্রামাণ্যচিত্র ‘বিষকাঁটা’। জানা গেছে, সর্বশেষ বাগদাদ ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করেছে বিষকাঁটা। বিশ্বের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসবে আমন্ত্রণ পায় ফারজানা ববির নির্মিত প্রামাণ্যচিত্রটি। এবার প্রদর্শিত হবে ইউক্রেনের কাইয়েবে। ইকুয়েলিটি ফিল্ম  ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে  বিষকাঁটা। ৮ ডিসেম্বর থেকে শুরু হবে এ উৎসব। শেষ হবে ১১ ডিসেম্বর। খনা টকিজের ব্যানারে এবং রুবাইয়েত হোসাইনের প্রযোজনায় এই প্রামাণ্যচিত্রে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের সেনাদের হাতে নির্যাতিত বেঁচে থাকা তিনজন মহীয়সী নারীর গল্প তুলে ধরা হয়েছে। নিদারুণ যন্ত্রণার নীরবতা তাদের কণ্ঠে পুনরুত্থিত হয়েছে। যদিও যুদ্ধ শেষ হয়েছে, এরপরও ব্যথা এবং ধর্ষণের কলঙ্ক নিয়ে তাদের ভিতর অন্য কেউ বাস করে চলছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর