শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘আমাদের ৭১’ নিয়ে দূরবীন ব্যান্ড

শোবিজ প্রতিবেদক

‘আমাদের ৭১’ নিয়ে দূরবীন ব্যান্ড

একাত্তরটি ব্যান্ডের সমন্বয়ে একাত্তরটি দেশের গান। শ্রমসাধ্য এই কাজটি গত বছর সমন্বয় করেছিলেন দূরবীন ব্যান্ড দলের দলনেতা শহীদ। সেই প্রজেক্টের ১ বছর পূর্তি উপলক্ষে আজ ও আগামীকাল রাশিয়ান কালচারাল সেন্টারে ‘আমাদের একাত্তর’ নামে ব্যান্ড ফেস্টিভাল আয়োজন করেছে দূরবীন ব্যান্ড। আর এই আয়োজনে মূলত ৭১টি ব্যান্ড তাদের দুই দিনব্যাপী পরিবেশনায় দেশের গান শোনাবে।

বরাবরই প্রচলিত ফর্ম ভেঙে নতুন ধারার জন্ম দিয়েছে ব্যান্ডদল দূরবীন। সেই ধারাবাহিকতায় বিজয়ের মাসে একাধিক ব্যান্ড দলকে এক প্লাটফর্মে এনে এই উৎসবে মূলত তারুণ্যের জোয়ার বইবে এমনটাই আশা করেন দূরবীন দলের দলনেতা শহীদ।

 তিনি আরও বলেন ‘আমরা বিজয়ের মাসে তরুণদের দেশপ্রেমকেই সুরে সুরে প্রকাশের এই প্লাটফর্ম গড়ে তুলব। দূরবীন ব্যান্ডটি সবসময় তারুণ্যের প্রতিনিধিত্ব করেছে। আমাদের ধানমন্ডি লেকপাড়ের আড্ডা থেকেই মূলত এই স্বপ্নের শুরু।

সর্বশেষ খবর