বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ঢাকায় শাস্ত্রীয় সংগীত সম্মেলন

পান্থ আফজাল

ঢাকায় শাস্ত্রীয় সংগীত সম্মেলন

সংগীত সার্বজনীন। সংগীতের কোনো ভাষা বা দেশ নেই। সংগীতের স্বাদ নিতে চায় সবাই। নতুন প্রজন্মের কাছে উচ্চাঙ্গ সংগীতের এক ভিন্ন উদাহরণ সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় টানা ষষ্ঠবারের মতো দুদিনব্যাপী শুরু হতে যাচ্ছে উচ্চাঙ্গ সংগীতের সম্মেলন। আগামী ২৩ ডিসেম্বর ছায়ানট অডিটরিয়ামে শুরু হবে প্রথম দিনের শাস্ত্রীয় যন্ত্র-সংগীতানুষ্ঠান ‘শিকড়ের সুর : গল্পে ও যন্ত্র সংগীতে ওস্তাদ আশীষ খাঁ’। অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ৬টায় ও এরপর দ্বিতীয় দিন ২৭ ডিসেম্বর এলায়েন্স ফ্রন্সেজ অডিটরিয়ামে অপেক্ষাকৃত তরুণ শিল্পীদের পরিবেশনা ‘তারুণ্যের উৎসবে শাস্ত্রীয় সংগীত-বিজয়ের ধুন’ অনুষ্ঠিত হবে। এ দিনের অনুষ্ঠানটি শুরু হবে বিকাল ৪টা থেকে। ‘ম’-বিশ্বব্যাপী সংগীত মৈত্রী’ এ বর্ণাঢ্য আয়োজনের ব্যবস্থা করেছে। উৎসবের আয়োজক সংগঠন ‘বিশ্বব্যাপী সংগীত মৈত্রী’র প্রতিষ্ঠাতা সভাপতি মেহজাবিন রহমান। এই আয়োজনের উপদেষ্টামণ্ডলীর প্রধান হিসেবে রয়েছেন স্থপতি এন আর খান। মেহজাবিন রহমান সংগীত সম্মেলন নিয়ে বলেন, বরাবরের মতোই টানা ষষ্ঠবার আমরা আয়োজন করতে যাচ্ছি শাস্ত্রীয় সংগীত সম্মেলন। বাংলাদেশে শাস্ত্রীয় ঘরানার সংগীতচর্চাকে আরও গতিশীল করতে আমরা এ আয়োজন চালিয়ে যাচ্ছি। মূল আকর্ষণ হিসেবে থাকবেন বিশ্ব শাস্ত্রীয় সংগীতের পুরোধা ওস্তাদ আশীষ খাঁ। ওস্তাদ আলাউদ্দিন খাঁর দেখানো পথ ধরেই আমরা শাস্ত্রীয় সংগীতকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জোর প্রচেষ্টা চালাচ্ছি। তবে এ উৎসবের মূল লক্ষ্য তরুণদের শাস্ত্রীয় সংগীত ও বাদ্যে উৎসাহিত করা। স্থপতি এন আর খান বলেন, আমাদের বর্তমান প্রজন্মের মধ্যে ক্লাসিক্যাল মিউজিক চর্চা করার আগ্রহ নেই। তাদের এ বিষয়ে অনেক ভুল ধারণা রয়েছে। সেই কারণে ক্লাসিক্যাল মিউজিকের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হচ্ছে। বিখ্যাত পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া কিন্তু বাংলাদেশে অন্নপূর্ণা দেবীর কাছ থেকে সংগীত বিষয়ে তালিম নিয়েছিলেন। এই প্রজন্মের বিখ্যাত সুরস্রষ্টা ওস্তাদ আলাউদ্দিন খাঁ-এর পরিবার, ঘরানা, জন্মভূমি সম্পর্কে ধারণা নেই। তারা যদি তার অরিজিন সম্পর্কে জানে তবে তাদের বুক গর্বে ভরে উঠবে। এটাই আমাদের গর্ব। তাদের কাছে ক্লাসিক্যাল মিউজিকের পথ প্রশস্ত হবে। তখন তারা এই মিউজিক নিয়ে সারা বিশ্বে বিচরণ করতে পারবে। এই প্রজন্মের কাছে সেই গর্বের বার্তা পৌঁছে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টাই আমাদের এ আয়োজন। সার্বিক সহযোগিতায় রয়েছে ইউনিয়ন গ্রুপ এবং এন আর খান অ্যান্ড ফ্রেন্ডস। টাইৃটেল স্পন্সর হিসেবে রয়েছে দ্য এশিয়ান এইজ, রেডিও পার্টনার রেডিও ধ্বনি এবং ইভেন্ট পার্টনার ভার্ব। অনুষ্ঠানটির মূল আকর্ষণ ওস্তাদ আশীষ খাঁর মায়হার ঘরানার সরোদ এবং গল্প। এ ছাড়াও অনুষ্ঠানে সরোদ পরিবেশন করবেন বাংলাদেশের ওস্তাদ শাহদাত হোসেন খান এবং তবলায় মাতাবেন ওস্তাদ ইউসুফ আলী খান। তরুণ শিল্পীদের পরিবেশনায় ‘তারুণ্যের উৎসবে শাস্ত্রীয় সংগীত-বিজয়ের ধুঁন’ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারত থেকে আগত শিল্পীরা বাজাবেন সন্তুর, সেতার, সরোদ, বাঁশরি, পাখোয়াজ ও তবলা।

সর্বশেষ খবর