বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

যুবরাজ নাট্যোৎসব

শোবিজ প্রতিবেদক

টাঙ্গাইলে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘যুবরাজ নাট্যোৎসব’। হঠাৎ নাট্য সম্প্রদায়ের আয়োজনে প্রয়াত খালেদ খান যুবরাজকে নিয়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী  ইউনিয়নের নাটপুকুরে উৎসবটি অনুষ্ঠিত হবে। উৎসবে চারটি নাট্যদল নাটক মঞ্চস্থ করবে। রবিবার বিকালে তথ্যটি জানিয়েছেন যুবরাজ নাট্যোৎসব কমিটির আহ্বায়ক আনোয়ার পারভেজ খান ডিগু। ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ১ মিনিটে  উৎসবটির প্রারম্ভে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। এতে প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য একাব্বর হোসেন, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলাউদ্দিন এবং বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর