বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

না ফেরার দেশে গফুর হালী

শোবিজ প্রতিবেদক

না ফেরার দেশে গফুর হালী

চট্টগ্রামের আঞ্চলিক, ভাণ্ডারী ও মরমি গানের কিংবদন্তি শিল্পী এবং গীতিকার আবদুল গফুর হালী আর নেই। গতকাল ভোরে চট্টগ্রামের মাউন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আবদুল গফুর হালী দীর্ঘ ৬০ বছরের বেশি সময় ধরে একটানা মাইজভাণ্ডারী, মরমি এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান লিখে সারা দেশেই খ্যাতি অর্জন করেন। তার লেখা ও সুর করা গান গেয়ে বিখ্যাত হয়েছেন প্রয়াত শেফালী ঘোষ, শ্যাম সুন্দর বৈষ্ণব, বর্তমান সময়ের সন্দীপন, শিরিনসহ অনেক শিল্পী। আবদুল গফুর হালীর গান নিয়ে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে গবেষণাগ্রন্থ। মৃত্যুকালে আবদুল গফুর হালীর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। আজ বাদ জোহর ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফে প্রথম জানাজা, জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা এবং শুক্রবার নিজ গ্রাম পটিয়ার রশিদাবাদ ইউনিয়নের শোভনদণ্ডীতে বাদ জুমা তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর