শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিটিভিতে পাঁচ মাত্রিক অনুষ্ঠান সম্প্রচার

শোবিজ প্রতিবেদক

বিটিভিতে পাঁচ মাত্রিক অনুষ্ঠান সম্প্রচার

যোগাযোগ-প্রযু্ক্তির অবিশ্বাস্য উত্থানের যুগ এই একুশ শতক! এ এমন একসময় যখন দর্শকের জীবনে দর্শনযোগ্য পর্দা মানে কেবল টেলিভিশন স্ক্রিন নয়। এখন যে কোনো অনুষ্ঠান দেখার বিষয়টি চলে এসেছে দর্শকের হাতের মুঠোয়। স্মার্ট ফোন, ট্যাব, ল্যাপটপ- যে কোনো ডিভাইসে নিজের সুবিধা ও ইচ্ছামতো অনুষ্ঠান উপভোগ করতে পারেন একুশ শতকের মানুষ। আর সেই চ্যালেঞ্জ মোকাবিলায় পথপ্রদর্শক হিসেবে দেশে প্রথমবারের মতো পাঁচ মাত্রিক সরাসরি অনুষ্ঠান সম্প্রচার শুরু করতে যাচ্ছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন। সম্প্রচারের এই নবযাত্রা শুরু হচ্ছে বিটিভির প্রভাতী সঙগীতানুষ্ঠান সুপ্রভাত বাংলাদেশ দিয়ে। এরপর এই অনুষ্ঠানটি প্রতি শুক্র ও শনিবার সকাল ৮:২০ মিনিটে একযোগে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার (৮৮.৮ ট্রাফিক সম্প্রচার কার্যক্রম), রেডিও ভূমি ও তিনটি ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও রেডিও ভূমির পাশাপাশি ডিজিটাল যুগের দর্শকরা অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। সরাসরি প্রচারিতব্য এ অনুষ্ঠানে শিল্পীর কণ্ঠে পছন্দের গান শুনতে অনুরোধ জানানো যাবে স্কাইপের মাধ্যমে।

এছাড়া আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ৫২ বছরে পদার্পণ করছে। দিনটি উদযাপনের জন্য এদিন বিটিভির রামপুরাস্থ সদর কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ খবর