সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিটিভির বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শোবিজ প্রতিবেদক

বিটিভির বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আনন্দ আয়োজনের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক

গতকাল ছিল জাতীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)র ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী। কেক কেটে, বেলুন উড়িয়ে, ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে জমকালো আয়োজনে দিবসটি উদযাপন করে বাংলাদেশ টেলিভিশন। সকাল ১০টায় কেক কেটে আয়োজনের উদ্বোধন করেন বিটিভির সাবেক মহাপরিচালক মুস্তাফা মনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন মহাপরিচালক হারুন-অর-রশীদসহ বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর রংবেরঙের বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ আয়োজনের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী বলেন, ইতিহাস ও ঐতিহ্যের কালের সাক্ষী হিসেবে বিটিভি এদেশের ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্বব্যাপী তুলে ধরার প্রয়াসে বিটিভি ওয়ার্ল্ডের যাত্রা শুরু হয়েছে। প্রযুক্তি ও প্রগতির পথে বিটিভি এখন সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে বিটিভিকে ফুলেল শুভেচ্ছা জানায় টেলিভিশন নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড, বিটিভি প্লানারস অ্যাসোসিয়েশন, বিটিভি অফিসার্স ক্লাব, উপস্থাপক অ্যাসোসিয়েশন, শিল্পী ঐক্যজোট, টেনাশিনাস, শিল্পী মো. আবদুল জব্বার, ফকির আলমগীর, হাসান আরিফ, ঝুনা চৌধুরী, জিএম সৈকত, খায়রুল আলম সবুজ, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম,  সুবর্ণা মোস্তফা, আল মনসুর, আজিজুল হাকিম, জিনাত হাকিম, ফরিদা পারভীন, ব্যারিস্টার তুরিন আফরোজসহ বিটিভির সাবেক কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন ফরিদা পারভীন, কিরন চন্দ্র  রায়, বারী সিদ্দিকী, ব্যান্ডদল জলের গান। এদিকে বিটিভির ডিজি এস এম হারুন-অর-রশিদ জানান, ৩১ ডিসেম্বর থেকে চট্টগ্রামে বিটিভির পূর্ণাঙ্গ সম্প্রচার শুরু হবে। অন্যদিকে বাংলাদেশ টেলিভিশনের ৫২ বছর পূর্তিতে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই। গতকাল সকালে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে গানে গানে সকাল শুরুর বিশেষ পর্ব প্রচার করা হয়। এ পর্বে গান গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। গান পরিবেশনের পাশাপাশি বিটিভির শুরু থেকে কাজ করা শিল্পী ও কলাকুশলীরা স্মৃতিচারণ করেন অনুষ্ঠানে এসে।

সর্বশেষ খবর