বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সরোদ ঝঙ্কারে ওস্তাদ আশীষ খান

শোবিজ প্রতিবেদক

সরোদ ঝঙ্কারে ওস্তাদ আশীষ খান

গত ২৩ ও ২৭ ডিসেম্বর ছায়ানট এবং অলিয়ঁস ফ্রঁসেজ অডিটরিয়ামে ‘ম-বিশ্বব্যাপী সংগীত মৈত্রীর’ আয়োজনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো ‘শাস্ত্রীয় সংগীত সম্মেলন-২০১৬’। প্রথম দিনে উপমহাদেশের স্বনামধন্য সরোদ বাদক ওস্তাদ আশীষ খানের সরোদের মায়াজালে মুগ্ধ হন আগত শাস্ত্রীয় সংগীতানুরাগীরা। সম্মেলনের দ্বিতীয় দিন ছিল গতকাল। এই দিনেও মন্ত্রমুগ্ধের মতো অলিয়ঁস ফ্রঁসেজ অডিটরিয়ামে সংগীতপিপাসুরা উপভোগ করেছেন ওস্তাদ আশীষ খানের সরোদ জাদু। এই দিনে আরও ছিল অপেক্ষাকৃত তরুণ শিল্পীদের পরিবেশনায় তারুণ্যের উত্সবে শাস্ত্রীয় সংগীত ‘বিজয়ের ধুঁন’। বাংলাদেশ ও ভারত থেকে আসা শিল্পীরা সন্তুর, সেতার, সরোদ, বাঁশরি, পাখোয়াজ , আর তবলা পরিবেশনা করেন এ সম্মেলনে। দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয় বিকাল ৪টা থেকে। এর আগে ওস্তাদ আশীষ খান বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে ৫ দিনব্যাপী ‘বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল-২০১৬’-এ প্রথম সরোদ বাজিয়ে উত্সব মাতিয়ে তুলেছিলেন। তিনি একটানা ৮০ মিনিট সরোদের ইন্দ্রজালে বিমোহিত করেন সেই দিন (২৮ নভেম্বর, ২০১৬ প্রকাশিত সাক্ষাত্কারে প্রিন্টিং ভুল, ১৮ মিনিট)। এ ছাড়াও প্রথম দিনে অনুষ্ঠানে সরোদ পরিবেশন করেন ওস্তাদ শাহদাত হোসেন খান এবং তবলায় ছিলেন ওস্তাদ ইউসুফ আলী খান।

 

সর্বশেষ খবর