বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

পাইরেসি রোধে জাজের উদ্যোগ

শোবিজ প্রতিবেদক

পাইরেসি রোধে জাজের উদ্যোগ

আবদুল আজিজ

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে পাইরেসি রোধে আন্দোলন চলছে। বন্ধ হয়নি পাইরেসি। নিঃস্ব হয়ে বিদায় নিচ্ছেন নির্মাতারা। বর্তমানে পাইরেসি আর হচ্ছে না। চলচ্চিত্রকাররা বলছেন, এই কৃতিত্ব জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজের। তার হস্তক্ষেপেই রোধ হয়েছে চলচ্চিত্রের পাইরেসি। এ সফলতা সম্পর্কে আবদুল আজিজ বলেন, ‘পাইরেসি ঠেকাতে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, যদি কোনো পাইরেটর বা কেউ আমাদের সফটওয়্যার থেকে পাইরেসি করতে পারে, আমরা তাকে এক কোটি টাকা পুরস্কার দেব। জাজ আসলে টেকনোলজি দিয়ে পাইরেসি বন্ধ করেছে। এটাই পাইরেসি বন্ধ করার একমাত্র উপায়। আমাদের প্রজেক্টরে এমন একটি সফটওয়্যার ডেভেলপ করেছি যাতে ছবি একবার এনকোডিং হয়ে গেলে শুধু লাইসেন্স দেওয়া যাবে, কপি করা যাবে না। অর্থাত্ যে নিজে এনকোডিং করেছে সে নিজেই আর পাইরেসি করতে পারবে না। তিনি বলেন, ২০১২ সালে স্থাপিত আমাদের মেশিনে যারা ছবি মুক্তি দিয়েছে তাদের ছবি পাইরেসি হয়নি। চলতি বছর আগের সফটওয়্যারকে আরও ডেভেলপ করা হয়েছে। প্রতি ছয় মাস অন্তর তা ডেভেলপ করা হবে। ফলে জাজের মেশিন রোধ করে দিয়েছে চলচ্চিত্রের পাইরেসি।

 

সর্বশেষ খবর