রবিবার, ১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচন

গুলজার সভাপতি ও খোকন মহাসচিব নির্বাচিত

পান্থ আফজাল

গুলজার সভাপতি ও খোকন মহাসচিব নির্বাচিত

মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১৩২ ভোট পেয়ে মুশফিকুর রহমান গুলজার সভাপতি ও ১৮৮ ভোট পেয়ে বদিউল আলম খোকন মহাসচিব নির্বাচিত হয়েছেন। তারা আগামী দুই বছর সমিতিকে নেতৃত্ব দেবেন। গত শুক্রবার সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এ নির্বাচনে গুলজার-খোকন পরিষদ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তাদের সঙ্গে লড়েছেন আমজাদ হোসেন-জাকির হোসেন রাজু এবং সোহানুর রহমান সোহান-রায়হান মুজিব পরিষদ। নবনির্বাচিত সভাপতি এবং মহাসচিব দুজনই একই প্যানেলে ছিলেন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মমতাজুর রহমান আকবর। এছাড়া যুগ্ম-মহাসচিব নির্বাচিত হয়েছেন চলচ্চিত্রনির্মাতা শাহীন সুমন, সাংগঠানিক সম্পাদক বজলুর রাশেদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক ও সাংস্কৃতিক সম্পাদক শাহীন কবির টুটুল, অর্থসম্পাদক আহমেদ ইলিয়াস ভুঁইয়া, প্রচার-প্রকাশনা ও দফতর সম্পাদক মো. সালাউদ্দিন। নির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের মধ্যে আরও আছেন গাজী মাহবুব, নূর মোহাম্মদ মণি, আহম্মেদ আলী মণ্ডল ও নাজমুল হুদা মিঠু, রওশন আরা নীপা। এফডিসির মহাপরিচালক হারুন উর রশীদের নেতৃত্বে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন ভোটগ্রহণ করে। তবে সকাল থেকে পরিচালক-কলাকুশলীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায় এফডিসিতে। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়া চলে। নির্মাতা-শিল্পী-কলাকুশলীদের পদচারণায় গোটা এফডিসি চত্বর মিলনমেলায় পরিণত হয়। এদিন এফডিসির কোনো ফ্লোরে শুটিং হয়নি। কিন্তু সকাল থেকেই চিত্রনায়ক সাইমন সাদিক, নিরব,জায়েদ খানসহ নির্মাতা-কলাকুশলীদের পদচারণায় এ অঙ্গন মুখর দেখা গেলেও লক্ষ করা যায়নি শীর্ষ তারকাদের উপস্থিতি। কিছু কিছু তারকা এসেছিলেন রাত ১০টার পর। এ নিয়ে সবার মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও ছিল।

সর্বশেষ খবর