শিরোনাম
বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বড় পর্দায় অতিথিদের জয়-জয়কার

আলাউদ্দীন মাজিদ

বড় পর্দায় অতিথিদের জয়-জয়কার

গত বছর মুক্তি পাওয়া ছবির মধ্যে দর্শক মন কেড়েছে এমন ছবির সংখ্যা ছিল নিতান্তই কম। ৫৯টি ছবির মধ্যে আলোচনায় যে কয়টি ছবি এসেছে বা সফল হয়েছে সেসব ছবির বেশির ভাগেরই অভিনয়শিল্পী ছিলেন ছোট পর্দার এবং কলকাতার তারকা। এক্ষেত্রে ব্যতিক্রম শুধু শাকিব খান। ‘শিকারি’ ছবিতে নতুন লুকে এই শীর্ষ নায়ককে পেয়ে দর্শক ছবিটি বারবার দেখেছে এবং সুপারহিটের তকমা লাগিয়ে দিয়েছে। এ ছবির নায়িকা ছিলেন কলকাতার শ্রাবন্তী। আরেক সফল ছবি ‘বাদশা’র নায়ক ছিলেন টালিগঞ্জের নায়ক জিৎ। এই ছবিটিও বাম্পার ব্যবসা করে। ছবির নায়িকা ছিলেন মডেল উপস্থাপিকা এবং বড় পর্দার নতুন নায়িকা নুসরাত ফারিয়া। বছর শেষে মুক্তি পাওয়া কলকাতার ‘অভিমান’ ছবিটিও দর্শক আগ্রহ নিয়ে দেখেছে। এই ছবির নায়ক-নায়িকা হলেন জিৎ, সায়ন্তিকা ও শুভশ্রী। বছরের শুরুর দিকে মুক্তি পাওয়া কলকাতার ছবি ‘বেলাশেষে’ ছিল দর্শক আগ্রহে। এই ছবির মুখ্য শিল্পী ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা প্রমুখ। মুক্তি পাওয়া আরেক কলকাতার ছবি ‘কেলোর কীর্তি’ দর্শক সাড়া পেয়েছে। এই ছবির পাত্র-পাত্রী ছিলেন দেব, অংকুশ, নুসরাত, যীশু, মিমি, সায়ন্তিকা প্রমুখ। মুক্তি পেয়েছে কলকাতার নায়ক ওমের দুই ছবি ‘হিরো ৪২০’ এবং ‘অঙ্গার’। ছবি দুটি খুব ভালো ব্যবসা না করলেও আলোচনায় ছিলেন এই নায়ক। ‘হিরো ৪২০’ এ নায়িকা ছিলেন নুসরাত ফারিয়া আর ‘অঙ্গার’ ছবিতে নতুন মুখ জলি। দুজনই দর্শক মন কাড়তে পেরেছেন। মুক্তি পায় গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ ছবিটি। এতে অভিনয় করেন কলকাতার নায়ক প্রসেনজিৎ আর ঢাকার ছোট পর্দার নায়িকা কুসুম শিকদার। ছবিটি শুধু হিট হয়নি, ভারতে জাতীয় পুরস্কারও পেয়েছে। ছোট পর্দার নায়িকা নুসরাত ইমরোজ তিশা প্রথমবার দুটি বাণিজ্যিক ধারার ছবিতে অভিনয় করলেন। ছবি দুটি হলো- ‘মেন্টাল’ এবং ‘অস্তিত্ব’। দুটি ছবিতেই তিশা দর্শক নজর কেড়েছেন। বছরের আরেক ব্যবসা সফল ছবি ‘আয়নাবাজি’ নির্মাণ করেছেন বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা। প্রথম নির্মাণেই সফল তিনি। এই ছবিতে মূল দুই চরিত্রে অভিনয় করেন ছোট পর্দার নায়ক চঞ্চল চৌধুরী ও নাবিলা। দুজনকেই দর্শক বড় পর্দায় গ্রহণ করেছে। ‘রক্ত’ ছবির নায়ক ছিলেন নতুন মুখ রোশন। এই নবাগত নায়ক প্রথম ছবিতেই অভিনয় দক্ষতা দেখিয়ে সব শ্রেণির দর্শক আর নির্মাতার প্রশংসা কুড়িয়েছেন। ছোট পর্দার নিয়মিত অভিনেতা নির্মাতা তৌকীর আহমেদ নির্মাণ করেছেন ‘অজ্ঞাতনামা’ ছবিটি। এতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার অভিনয় প্রশংসা কুড়ানোর পাশাপাশি ছবিটি বিদেশে পুরস্কৃতও হয়েছে। এই ছবির আরেক অভিনেতা ছোট পর্দার শহীদুজ্জামান সেলিমের অভিনয়ও সাড়া জাগিয়েছে। রুবাইয়াত হোসেন নির্মাণ করেছেন ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিটি। এ ছবিটি দেশ-বিদেশে প্রশংসা কুড়ানোর পাশাপাশি এর অভিনয়শিল্পী শাহানা এবং বলিউড অভিনেতা রাহুল বোস দর্শক মন জয় করে নিয়েছেন।

গত বছর শুধু ভারত বা ঢাকার শিল্পীরা সফল হননি, সফল হয়েছে প্রায় নতুন প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। বছরের বেশির ভাগ সফল ছবির নির্মাতা যেমন এই প্রতিষ্ঠানটি, তেমনি ভারতীয় শিল্পী এবং রোশন, নুসরাত ফারিয়া, জলির মতো নতুন মুখ উপহার দিয়ে তাদের কাছ থেকে মানসম্মত কাজ আদায়ের মাধ্যমে ঢালিউডে শীর্ষস্থান ধরে রেখেছে এই স্বনামধন্য চলচ্চিত্র প্রযোজনা সংস্থাটি।

সর্বশেষ খবর