বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আর ডি বর্মণের গান নিয়ে রিজিয়া পারভীন

শোবিজ প্রতিবেদক

আর ডি বর্মণের গান নিয়ে রিজিয়া পারভীন

আর ডি বর্মণ। সংগীতের উত্তরাধিকার নিয়ে জন্মেছিলেন তিনি। বাবা শচীন দেব বর্মণের হাত ধরে বাংলা গানের পাশাপাশি হিন্দি সিনেমার সংগীতের জগতে পা দেন। তারপর এক সময় নিজেই হয়ে ওঠেন সে জগতের অধিপতি। বলা হয়ে থাকে পশ্চিমা আঙ্গিকে হিন্দি চলচ্চিত্রের গান পরিবেশনায় এক নতুন মাত্রা দিয়েছিলেন রাহুল দেব বর্মণ। তেমনি বাংলা গানকে সমৃদ্ধ করেছেন ‘মনে পড়ে রুবি রায়’ খ্যাত এ শিল্পী।

৪ জানুয়ারি ছিল এ শিল্পীর মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আরটিভি আয়োজন করেছে আর ডি বর্মণ ট্রিবিউট মিউজিক স্টেশন বিশেষ আয়োজন। মিউজিক স্টেশনে আর ডি বর্মণকে স্মরণ করে গান করবেন রিজিয়া পারভীন। তার সঙ্গে আরও থাকছেন আতিক হাসান। এ প্রসঙ্গে রিজিয়া পারভীন বলেন, ‘আমাদের সংগীত ভুবনে তার অবদান বলে শেষ করা যাবে না। আজকের এই অনুষ্ঠানে আমি তার বাংলা ও হিন্দি গানের অপার ভাণ্ডার থেকে কিছু গান আমার শ্রোতাদের জন্য পরিবেশন করব। তার মধ্যে রয়েছে— সন্ধ্যা বেলায়, মনে পড়ে রুবি রায়, যেতে দাও আমায় ডেক না ইত্যাদি। এ ছাড়া হিন্দি গানের মধ্যে গায়ব প্রিয়া তু আব তো আজা, চুরা লিয়া হ্যা তুমনে যো দিলকো, তেরে বিনা জিন্দিগি ইত্যাদি।

শাহ আমীর খসরুর প্রযোজনায় মিউজিক স্টেশন প্রচার হবে আরটিভিতে আজ রাত ১১টা ২০ মিনিটে।

সর্বশেষ খবর