বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শিল্পী ঐক্যজোটের নতুন উদ্যোগ

শোবিজ প্রতিবেদক

চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ শিল্পী কলাকুশলীদের সংগঠন শিল্পী ঐক্যজোট সাধারণ শিল্পী এবং অসহায় মানুষের কল্যাণে নতুন উদ্যোগ গ্রহণ করেছে। উদ্যোগের মধ্যে রয়েছে মেডিকেল টিম গঠন ও শীতবস্ত্র বিতরণ। ঢাকাসহ জোটের গঠিত ২৬টি জেলা শাখায় এই কার্যক্রম চলবে। ইতিমধ্যে কুষ্টিয়া, সাতক্ষীরা ও জামালপুরে শীতবস্ত্র বিতরণ এবং সাতক্ষীরা ও রাজবাড়ীতে মেডিকেল টিম কাজ করেছে। ১২ জানুয়ারি ঢাকায় শীতবস্ত্র বিতরণ করা হবে। জোটের প্রধান উপদেষ্টা অভিনয়শিল্পী ডিএ তায়েব বলেন, জোট তৃণমূল পর্যায়ের শিল্পীদের জাতীয় পর্যায়ে সুযোগ করে দিচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। তা ছাড়া অসহায় শিল্পীদের জীবনমান উন্নয়নেও কাজ করছে জোট। জোটের আহ্বায়ক নাটক নির্মাতা জিএম সৈকত বলেন, সাধারণ শিল্পীদের কল্যাণের পাশাপাশি সিনিয়র প্রতিভাবান শিল্পীদের পাশেও আছে জোট। আগামী বছরের মধ্যে ৬৪ জেলায় জোটের শাখা গঠন ও এর কর্মপরিধি বিস্তৃত করা হবে। জোট শুধু শিল্পী নয়, সাধারণ অসহায় মানুষের কল্যাণেও কাজ করে যাবে।

সর্বশেষ খবর