রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মিউজিক ভিডিও কারিগর

শোবিজ প্রতিবেদক

মিউজিক ভিডিও কারিগর

ইয়ামিন ইলান

২০১২ থেকে সদ্য বিদায় নেওয়া ২০১৬ পর্যন্ত অসংখ্য গানের মিউজিক ভিডিও উপহার দিয়েছেন শিল্পী ও নির্মাতা ইয়ামিন ইলান। পাশপাশি তিনি নিজ প্রোডাকশন হাউস ই-মিউজিক গড়েছেন। এই ই-মিউজিক-এর কর্ণধার ও সময়ের আলোচিত পরিচালক ইয়ামিন ইলান মনে করেন মিউজিক ভিডিও ব্যয়বহুল হলেই যে সেটা মানুষের মনে গেঁথে যাবে বিষয়টি তা না। ইলান বলেন, আমার কাছে যেটা মনে হয়, সর্ব প্রথমে গানের কথা যদি ভালো হয় তাহলে আপনি মানুষের অনুভূতিকে ছুঁতে পারবেন। দ্বিতীয়ত গানের কথা অনুযায়ী সুর ও কম্পোজিশন ঠিকঠাক মতো হলে মানুষের মনকে ছুঁয়ে যাওয়াটা অসম্ভব কিছু না। এরপর গানটি যিনি গাইছেন সুর এর সঙ্গে তার গলা পারফেক্ট হলেই গান পারফেক্ট। সব শেষে মিউজিক ভিডিও, যেখানে একজন পরিচালক এর সম্পূর্ণ দায়িত্বটা নিতে হয়। দায়িত্ব মানে এই নয় যে, কোনো ভাবেই শিল্পী-কে একটা বিশাল বাজেট দেওয়া। একজন শিল্পী এতকিছু করে আসার পর প্রয়োজন ছাড়াই বাজেটের বিশাল বোঝা চাপিয়ে দেওয়াটা সব সময়ই আমাকে বাধা দেয়। তিনি আরও মনে করেন, এখন দর্শকের সামনে উপস্থাপন যোগ্য একটি ভিডিওতে আমরা যদি মেধার সম্মিলন ঘটাতে পারি তাহলে বড় বাজেট কোনো বিষয় না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর