মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

১১ বছর পর ‘কনসার্ট ফর ফাইটার্স’

শোবিজ প্রতিবেদক

১১ বছর পর ‘কনসার্ট ফর ফাইটার্স’

প্রয়াত সঞ্জীব চৌধুরী

২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মারক ভাস্কর্য চত্বরে হয়েছিল ‘কনসার্ট ফর ফাইটার্স’। যা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন সংগীতশিল্পী-সাংবাদিক প্রয়াত সঞ্জীব চৌধুরী। ১১ বছর পর সে কনসার্ট আবারও ফিরে এসেছে। গত দুই মাস ধরে একই শিরোনামে ধারাবাহিক কনসার্ট হয়ে আসছে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। যার বড় ও শেষ আয়োজনটি হবে ১২ জানুয়ারি একই স্থানে, টিএসসি রাজু স্মারক ভাস্কর্য চত্বরে।

যার অনুপ্রেরণায় এ কনসার্ট শুরু হয়েছিল- সেই সঞ্জীব চৌধুরীকেই উৎসর্গ করা হয়েছে এবারের আয়োজনটি। গত বছর ১৬ নভেম্বর থেকে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কনসার্টটি আয়োজন করে আসছে ঢাকা, জগন্নাথ ও বুয়েটের বেশ কয়েকজন সাংস্কৃতিক কর্মী। এই ট্যুরিং কনসার্ট হয়েছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেট ও জগন্নাথসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। মূলত ১৬ নভেম্বর টিএসসি থেকে এ ভ্রাম্যমাণ কনসার্ট শুরু হয়। যার শেষ কনসার্টটিও হবে একই জায়গায়। এবারের আয়োজনটি করা হয়েছে গোবিন্দগঞ্জের নির্যাতিত সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর জন্য। আয়োজকরা জানান, কনসার্টগুলোতে কোনো বিজ্ঞাপন বা স্পন্সর রাখা হচ্ছে না। টি-শার্ট, স্টিকার ও পোস্টার বিক্রি আর গান গেয়ে চলছে অর্থ সংগ্রহ।

১২ জানুয়ারি দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে কনসার্ট।

সর্বশেষ খবর