বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শিল্পী কল্যাণ ট্রাস্ট গঠনের দাবি

শোবিজ প্রতিবেদক

অসহায় ও দুস্থ শিল্পীদের সহায়তার জন্য শিল্পী কল্যাণ ট্রাস্ট গঠনের দাবি জানিয়েছে চলচ্চিত্র, টিভি ও মঞ্চ শিল্পীদের সংগঠন শিল্পী ঐক্যজোট। জোটের আহ্বায়ক নাটক নির্মাতা জি এম সৈকত বলেন, একজন শিল্পী যখন অসহায় হয়ে পড়েন তখন তাকে দ্বারে দ্বারে হাত পাততে হয়। এটি খুবই বিব্রতকর। শিল্পী হচ্ছে দেশের সম্পদ। আমাদের প্রধানমন্ত্রী শিল্পীদের প্রতি খুবই সহানুভূতিশীল ও আন্তরিক। তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুরোধ জানাচ্ছি তিনি যেন শিল্পীদের কল্যাণে একটি ট্রাস্ট গঠন করে দেন। জোটের প্রধান উপদেষ্টা অভিনেতা নির্মাতা ডিএ তায়েব বলেন, আমি চাই না কোনো শিল্পী দুস্থ অবস্থায় থাকুক। শিল্পীরা সব সময় সাধারণ মানুষকে আনন্দ বিনোদন দিয়ে থাকে। তাদের কল্যাণে বর্তমান প্রধানমন্ত্রী নিরলস ভূমিকা রাখছেন। এখন যদি একটি কল্যাণ ট্রাস্ট গঠন করে দেওয়া হয় তাহলে শিল্পীরা অন্তত অসহায়ত্তের হাত থেকে রক্ষা পাবে।

সর্বশেষ খবর