Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১১ জানুয়ারি, ২০১৭ ২৩:১২
গোপনে বিচ্ছেদের প্রস্তুতি
শোবিজ ডেস্ক
গোপনে বিচ্ছেদের প্রস্তুতি

বিয়েবিচ্ছেদের যাবতীয় বিষয়াদি জনসম্মুখে যেন না আসে সে জন্য ব্যক্তিগত বিচারক রাখছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ও অভিনেতা ব্র্যাড পিট। গোপনে বিষয়টি নিষ্পত্তির জন্য সম্মতি জানিয়েছেন দুজন। গত সোমবার সংবাদমাধ্যম সিএনএনকে এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেন তারা।  ছয় সন্তান ও পরিবারের গোপনীয়তা বজায় রাখতে জোলি ও পিট বিয়েবিচ্ছেদ সংক্রান্ত আদালতের সব কাগজপত্র ও প্রক্রিয়া জনসম্মুখে প্রকাশ না করার জন্য চুক্তি স্বাক্ষর করেছেন। যৌথ বিবৃতিতে এ কথা জানান তারা।

হলিউডের সবচেয়ে ঝলমলে ও শক্তিশালী দম্পতির মধ্যে অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট অন্যতম। তাদের একত্রে ডাকা হয় ‘ব্রাঞ্জেলিনা’। সুন্দর মুখাবয়ব, ব্যবসা সফল ছবি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার সুবাদে বিনোদন বিশ্বে সবচেয়ে আলোচিত যুগল তারাই। এক যুগ প্রেমের পর ২০১৪ সালে ফ্রান্সে বিয়ে করেন দুজন।  গত বছরের ১৫ সেপ্টেম্বর মতের অমিলের কারণ দেখিয়ে লস অ্যাঞ্জেলেস সুপারিয়র আদালতে বিয়েবিচ্ছেদের আবেদন করেন অস্কারজয়ী অভিনেত্রী জোলি। ছয় সন্তানের মধ্যে একজনের সঙ্গে উড়োজাহাজের অভ্যন্তরে পিট রেগে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পরই তাদের ছাড়াছাড়ি হয়। তবে গত নভেম্বরে এ অভিযোগ থেকে রেহাই পান ৫৩ বছর বয়সী পিট।

এই পাতার আরো খবর
up-arrow