শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নতুন বছরে জাহিদ হাসান

শোবিজ প্রতিবেদক

নতুন বছরে জাহিদ হাসান

ইংরেজি নতুন বছরে দর্শকের কথা ভেবে দর্শকপ্রিয় নাট্যাভিনেতা ও নির্মাতা জাহিদ হাসান তার নির্দেশিত নতুন একটি ধারাবাহিক নাটক নিয়ে হাজির হচ্ছেন। জাহিদ হাসান নির্দেশিত নতুন এ ধারাবাহিকের নাম ‘রাজু ৪২০’। নাটকটি রচনা করেছেন জাকীর হোসেন উজ্জ্বল। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জাহিদ হাসান নিজেই। তবে গত বছরের শেষের দিকেও জাহিদ হাসান তার নির্দেশিত নতুন আরেকটি ধারাবাহিক নিয়ে দর্শকের মাঝে হাজির হয়েছেন। নাম ‘ভ্যাগাবন’। এটি বাংলাভিশনে প্রচার শুরু হয়েছে। এরই মধ্যে ‘ভ্যাগাব্ল’ ধারাবাহিকের জন্য বেশ সাড়া পাচ্ছেন জাহিদ হাসান। তবে ‘রাজু ৪২০’ ধারাবাহিকটি নিয়ে জাহিদ হাসান অনেক বেশি আশাবাদী। নতুন এই ধারাবাহিক প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘রাজু খুব সাধারণ একজন মানুষ। মানুষের নানান বিপদে-আপদে পাশে দাঁড়ানোই তার কাজ। আবার সমাজের কিছু খারাপ মানুষ আছে, রাজু তাদের কাছে প্রতিবাদী একজন মানুষ। আমাদের সমাজেরই এমন একজন মানুষের প্রতিচ্ছবি রাজু। রাজু একজন প্রতারকও বটে। তবে প্রতারণার একটা ধরন বা বিশেষত্ব আছে। আর তা হলো সে কখনো কোনো সৎ লোকের সঙ্গে প্রতারণা করে না। সহকারীদের সহযোগিতায় খুঁজে খুঁজে সমাজের অসৎ এবং অন্যায়ভাবে প্রতিষ্ঠিত লোকদের তথ্য জোগাড় করে তাদের অবৈধ টাকা হাতিয়ে নেওয়াই ওর লক্ষ্য। চরিত্রটিকে ফুটিয়ে তুলতে আমি যথাযথভাবে চেষ্টা করেছি, প্রয়োজনে আমি আমার গেটআপেও পরিবর্তন এনেছি। আমি খুবই আশাবাদী আমার নির্মিত নতুন এই ধারাবাহিক নাটকটি নিয়ে।’ জাহিদ হাসান জানান, আজ থেকে প্রতি শনি, রবি ও সোমবার রাত ১০টা ৪৫ মিনিটে নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে। এদিকে নতুন বছরের শুরুতে জাহিদ হাসান একটি বহুজাতিক কোম্পানির ফ্যানের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন রনি ভৌমিকের নির্দেশনায়। এতে তার সঙ্গে মডেল হিসেবে আরও আছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি। অভিনয়ে জাহিদ হাসানের শুরুটা হয়েছিল আজ থেকে দুই যুগেরও বেশি সময় আগে আবদুল লতিফ বাচ্চু পরিচালিত ‘বলবান’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর অনেক বছর বিরতি নিয়ে প্রয়াত নায়িকা শ্যামার বিপরীতে ‘জীবন সঙ্গী’ ছবিতে অভিনয় করেন। এটি ১৯৯৬ সালে মুক্তি পায়। তার আরও কয়েকটি উল্লেখযোগ্য ছবি হচ্ছে বিহঙ্গ, শ্রাবণ মেঘের দিন, শঙ্খনাদ, ঝন্টু মন্টু দুই ভাই, মেড ইন বাংলাদেশ, আমার আছে জল, প্রজাপতি। ১৯৯৯ সালে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাহিদ হাসান ‘জাতীয় চলচ্চিত্র’ পুরস্কারে ভূষিত হন। জাহিদ হাসান অভিনীত প্রথম টিভি নাটক আলিমুজ্জামান প্রযোজিত ‘জীবন যেমন’। ১৯৯৯ সালে তিনি প্রথম নির্দেশনায় আসেন নিজের প্রযোজনা সংস্থা ‘পুষ্পিতা ভিজ্যুয়ালস’ থেকে। তার প্রথম নির্দেশিত নাটক ‘অন্য তেপান্তর’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর