রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নানা আয়োজনে সেলিম আল দীনকে স্মরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নানা আয়োজনে সেলিম আল দীনকে স্মরণ

নাট্যাচার্য সেলিম আল দীনের নবম প্রয়াণ দিবস গতকাল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার। সব কর্মসূচি সেলিম আল দীনের সদ্যপ্রয়াত সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসাকে উৎসর্গ করা হয়েছে। ১০ জানুয়ারি পরলোকগমন করেন তিনি। গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরনো কলা ভবন থেকে একটি স্মরণযাত্রা বের করেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। স্মরণযাত্রাটি কেন্দ্রীয় মসজিদের পাশে সেলিম আল দীনের সমাধিস্থলে এসে শেষ হয়। এরপর প্রথমে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এ সময় তিনি বলেন, ‘আজকের এই দিনে জাতি এক মহামানবকে হারিয়েছে। নাট্যাচার্য সেলিম আল দীনের কীর্তি বাংলার মানুষ যুগ যুগ স্মরণ করবে। জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের জন্য তিনি রোল মডেল হিসেবে অক্ষয় হয়ে থাকবেন।’ এরপর একে একে শ্রদ্ধাঞ্জলি জানায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, তালুকনগর থিয়েটার, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র, সেলিম আল দীন পরিবারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, অধ্যাপক আফসার আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপনকুমার সাহা, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর