রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সাউন্ডটেকের উপহার

শোবিজ প্রতিবেদক

দেশের অন্যতম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক ২০১৬ সালের গানের বাজারে পুনরায় সরব হয়ে ওঠে। বড় এবং মাঝারি বাজেটে জনপ্রিয় শিল্পীদের বেশ কিছু অ্যালবাম বাজারজাত করে অডিও ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যোগ করে।

প্রতিষ্ঠানের কর্ণধার সুলতান মাহমুদ বাবুল বলেন, ‘গানের বাজার এখনো আগের স্টাইলে চলে না। টেলিকম এবং ইউটিউবে চ্যানেলের মাধ্যমে এখন গান বাজারজাত হচ্ছে। এর সুফলটাও অডিও প্রযোজকের চেয়ে মধ্যস্থতাকারীরাই বেশি ভোগ করছেন। তারপরেও আমরা চেষ্টা করছি এবং আমি বিশ্বাস করি অডিও ইন্ডাস্ট্রি আবারও আগের মতো সরব হবে এর জন্য সাউন্ডটেক অনেকগুলো  পরিকল্পনা হাতে নিয়েছে।’ ২০১৬ সালে প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে রয়েছে,  ন্যান্সির ‘ভালবাসো বলেই’, পুলক মুচ্ছালের ‘সবাই চলে যাবে’, ইমরান-ন্যান্সির ‘বলো না একবার’ কাজী শুভর ‘তুই আমার সব’ বেলাল খান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর